এমবিবিএস (২০২১-২০২২ শিক্ষা বর্ষ) ছাত্রছাত্রীদের পরিচিতিমূলক ক্লাসের নোটিশ

অধ্যক্ষের কার্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।


- নোটিশ -

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ এম,বি,বি,এস কোর্সে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের পরিচিতিমূলক ক্লাশ আগামী ১লা আগস্ট ২০২২ রোজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় অত্র কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং একই দিন হতে ক্লাস রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস শুরু হবে।
উক্ত পরিচিতিমূলক ক্লাশে অত্র কলেজের সকল সম্মানিত শিক্ষকমন্ডলীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের মাস্ক ও সাদা এ্যাপরোন পরিহিত অবস্থায় একজন অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য পরিচিতিমুলক ক্লাশ উপলক্ষ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষ ব্যতিত অন্যান্য বর্ষের ০১/০৮/২০২২ তারিখের ক্লাস সমুহ বন্ধ থাকবে ।


অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ
ফোন-01769957065


অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলোঃ-
০১। মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা (দৃষ্টি আকর্ষনঃ পরিচালক ( চিকিৎসা শিক্ষা )।
০২। উপাধ্যক্ষ, অত্র কলেজ। (আপনাকে পরিচিতিমূলক ক্লাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো )
আপনার বিভাগের সকল শিক্ষকমন্ডলীর উপস্থিতি নিশ্চিত করনের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো )।
০৪। প্রভোষ্ট,ছাত্রাবাস/ছাত্রীনিবাস,অত্র কলেজ (আপনাকে পরিচিতিমূলক ক্লাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো)
০৫। শিক্ষক মন্ডলী, অত্র কলেজ (আপনাকে পরিচিতিমূলক ক্লাশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো )।
০৬। প্রশাসনিক কর্মকর্তা,অত্র কলেজ ।
০৭। মোঃ রিয়াদ হাসান, অডিওভিজুয়েল অপারেটর, অত্র কলেজ (আপনাকে অডিটোরিয়ামে সাউন্ড সিষ্টেম প্রস্তত রাখার জন্য নির্দেশ দেয়া হলো) ।
০৮। নোটিশ বোর্ড, প্রশাসন/ছাত্রাবাস/ছাত্রীনিবাস,অত্র কলেজ।
০৯। অফিস নথি ।

অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ

Information on this page was last updated on 2022-07-21 at 15:22:14
Loading...