গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর ।
- প্রেস বিজ্ঞপ্তি -
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-এ ১ম বর্ষ এমবিবিএস (২০২১-২০২২ শিক্ষা বর্ষ ) ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী, ঢাকা-১২১২ এর স্মারক নং ৫৯.১৪.০০০০.১০৩.৩১.০০১.২২.৩৩২ তারিখ ১৭/০৭/২০২২ খি. এর নির্দেশনা অনুযায়ী আগামী ০১লা আগস্ট ২০২২ রোজ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় অত্র কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং একই দিন হতে ক্লাস রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস শুরু হবে। উক্ত পরিচিতি মূলক ক্লাসে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের মাস্ক ও সাদা এপ্রন পরিহিত অবস্থায় একজন অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর
ফোন-01769957065
অনুলিপি অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরিত হলো ।
০১। বার্তা সম্পাদক,বাংলাদেশ টেলিভিশন,রামপুরা,ঢাকা (উপরোক্ত সংবাদটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে )।
০২। বার্তা সম্পাদক,বাংলাদেশ বেতার, আগারগাও, ঢাকা (উপরোক্ত সংবাদটি বাংলাদেশ বেতারে প্রচারের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে)
০৩। বার্তা সম্পাদক,বাংলাদেশ সংবাদ সংস্থা, (বোসস) ঢাকা (উপরোক্ত সংবাদটি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রচারের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে)।
০৪। বার্তা সম্পাদক, প্রেস ক্লাব,ফরিদপুর | উপরোক্ত প্রেস বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রচারের জন্য আপনাকে অনুরোধ করা হলো ।
অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ
ফোন-01769957065
অনুলিপি অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরিত
০১। মাননীয় মন্ত্রী মহোদয়,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা ।
দৃষ্টি আকর্ষনঃ- মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা ।
০২। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
দৃষ্টি আকর্ষনঃ- মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
০৩। সচিব,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা ।
০৪ । সচিব, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা |
০৫ মহাপরিচালক,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা | ,
০৬। পরিচালক,চিকিৎসা শিক্ষা , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা ।
০৭। ডিন, চিকিৎসা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা |
০৮। অধ্যক্ষ --------------------- মেডিকেল কলেজ ।
০৯। অফিস নথি ।
অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর